সাইকেল যাত্রার মধ্য দিয়ে উৎযাপন কন্যাশ্রী দিবস।অভিনব উদ্যোগ পুরুলিয়া জেলা প্রশাসনের!

রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্ব বন্দিত। অর্থনৈতিকভাবে পিছয়ে পড়া মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গোটা বাংলার লাখ লাখ মেয়েরা এই প্রকল্পের দ্বারা উপকৃত।আর এই প্রকল্প দিবস শনিবার সাড়ম্বরে উৎযাপন হলো পুরুলিয়ায়।

এই দিবস উপলক্ষে এদিন পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ১০ টি স্কুলের শতাধিক ‘কন্যাশ্রী’ প্রাপক স্কুল ছাত্রীরা আজ তাদের ‘সবুজ সাথী ‘ প্রকল্পের সাইকেল নিয়ে একটি রেলির আয়োজন করা হয়।যেটি পুরুলিয়া সার্কিট হাউস থেকে শুরু হয়।এরপর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে,সূচনা স্থলে গিয়েই এই দিবসের সমাপ্তি হয়।

কন্যাশ্রী প্রাপক ছাত্রী বাদেও এদিনের এই রেলিতে অংশ নেন পুরুলিয়া জেলা শাসক ডঃ রজত নন্দা,জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, নির্বাচন দপ্তরের আধিকারিক সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

সব মিলিয়ে এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। যা ছিল সত্যি চোখে পড়ার মতো!

 

 

আরো দেখুন:New Barrackpore:ডেঙ্গু সচেতন করতে দেওয়ালে আঁকা হচ্ছে কার্টুন!নিউ বারাকপুর পুরসভার অভিনব ভাবনা