বর্তমানে খবরের শিরোনামে রয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Our Rani Ki Prem Kahani)। আর সেখানে গুরুত্বপূর্ন চরিত্রে দেখা গেছে বাংলার টোটা রায়চৌধুরীকে (Tota Roy Chowdhury)। সমৃদ্ধ রুচিশীল বাঙালি পরিবারের কত্থক নাচের শিক্ষক চন্দন চট্টোপাধ্যায়। বর্তমানে তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টলি থেকে বলি।

সকলের প্রশংসায় আপ্লুত হয়ে টোটা রায়চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় করলেন লম্বা পোস্ট। লিখলেন, ‘২৮ জুলাই….নিজস্ব লয় ও ছন্দে অভ্যস্ত আমার মন্থর জীবন সহসা তীব্রবেগে ধাবিত হতে শুরু করলো এই দিনটি থেকে। ২৭ জুলাইয়ের রাত পর্যন্ত আমি ছিলাম মধ্য মানের, মাঝারি সফল, এক মাঝবয়সী অভিনেতা। কিন্তু প্রথমোক্ত দিনটি থেকে আমি নাকি হয়ে উঠলাম এক অতীব প্রতিভাবান অভিনেতা যার সম্বন্ধে জানতে অন্যান্য প্রদেশের দর্শকরাও আগ্রহী! পুরো গঙ্গারাম থেকে গঙ্গু গ্যাংস্টার !

প্রথমে একটু হকচকিয়ে গেলাম। তারপর খানিক কাষ্ঠ হেসে ভাবলাম বোধহয় বড়মাপের অভিনেতাদের সাথে কাজ করেছি তাই এটা মানুষের প্রাথমিক উচ্ছাস। কিন্তু রোববার রাত পর্যন্ত যখন ফোনে, মেসেজে বা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার সুনামি হ্রাস পেলো না বরং উত্তরোত্তর বৃদ্ধি পেল তখন বুঝলাম যে এটা দর্শকদের নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ।’

তবে সাফল্যের শীর্ষে এসে নিজের স্ট্রাগলকে ভুলে যাননি টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। তিনি লিখলেন, ‘ইন্ডাস্ট্রির পিচ্ছিল পাকদন্ডী বেঁয়ে, দু’পা এগিয়ে দেড়’পা পিছিয়ে পড়ার নিরন্তর প্রয়াস; একেক সময় মনে হতো যে আর সহ্যশক্তিতে কুলোবে না। কিন্তু পরদিন আবার দাঁতে দাঁত চেপে পথচলা শুরু করতাম।

ফুটবল খেলতাম বলে সবসময় নিজেকে বোঝাতাম যে খেলাটা নব্বই মিনিটের। বাঁশি না বাজা পর্যন্ত গোল করার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। কিন্তু একক প্রচেষ্টায় তো আর সচরাচর গোল করা যায়না।

আর এক্ষেত্রে করণ স্যার অর্থাৎ করণ জোহর যদি আমার উপর বিশ্বাস না রাখতেন, প্রতিথযশা শিল্পীদের প্রতিভার উৎকর্ষতা যদি আমায় আলোকিত না করত এবং, সর্বোপরি, দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদ প্রাপ্ত যদি না হতাম, তাহলে মনে হয়না সাফল্যের কণামাত্র আমার নাগালের মধ্যে আসত।’

সবশেষে অভিনেতা ‘রকি অউর রানি কি প্রেম কাহািনি’-র সকল কলাকুশলীদের ধন্যবাদ জানাতে ভোলেননি। নিজের পোস্টে জুড়লেন, ‘যারা রকি অউর রানি কি প্রেম কাহানি দেখে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন/পাঠিয়েছেন, তাঁদের জানাই হৃদয়ের গভীর থেকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। সত্যি বলছি, আপনারা -যতদিন আমার পাশে আছেন ততদিন আমার নৌকার পালে হাওয়া আছে।’

আরও পড়ুন: Shakib Al Hasan: এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেবেন শাকিব

Image source-Google

By Torsha