রাস্তার অবস্থা বেহাল!হুঁশ নেই প্রশাসনের!ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা!সূত্রের খবর,পুরুলিয়ার (Purulia) ঝালদা 2 নম্বর ব্লকের বেগুনকোদর থেকে মুরগুমা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল।রাস্তার মাঝে বড় বড় গর্ত!দেখে মনে হবে যেনো ডোবা।

স্থানীয়দের কথায়,এই রাস্তা দিয়ে বেগুনকোদর বাজার, হাসপাতাল,স্কুল,এবং বেগুনকোদর পঞ্চায়েত অফিস যাওয়া যায়।এমনকি এই রাজ্যের সাধারণ মানুষ ছাড়াও ঝাড়খণ্ড বিহার থেকে যে পর্যটকরা মুরগুমা ড্যাম, অযোধ্যা পাহাড় বেড়াতে আসেন তারাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে।তবে বর্তমানে এই রাস্তার অবস্থা এতটাই বেহাল যে তার ফলে সাধারণ মানুষ থেকে স্কুলের পড়ুয়া সবাই বিপাকে পরেছে।প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার স্বীকার অব্দি হতে হচ্ছে তাদের।

তাদের দাবি,এই বিষয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।কিন্তু তাতে কোনো লাভ হয়নি।তাই অবিলম্বে এদিন এই রাস্তা সংস্কারের দাবি জানান তারা।

এখন একটাই প্রশ্ন, এই বেগুনকোদর বাজার থেকে মুরগুমা যাওয়ার রাস্তার বেহাল দশা তাও কেনো নজরে পরছে না প্রশাসনের?কবে এই বিষয়ে নজর দেবেন?কবে ফিরবে রাস্তার হাল সেই অপেক্ষায় দিন গুনছে স্থানীয় বাসিন্দারা।

 

আরো দেখুন:Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ঘূর্ণাবর্তে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা