সঠিক সময়ে অঙ্গদানের সিদ্ধান্ত নিলে বাঁচানো যায় বহু জীবন৷তাই সারা পৃথিবীতে অঙ্গদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ১৩ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব অঙ্গদান দিবস৷তবে তার আগেই ৩ রা আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব অঙ্গদান দিবস সাড়ম্বরে পালন হলো পুরুলিয়া (Purulia) শহরে।

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এই দিবসের আয়োজন করা হয় এদিন।

এরপর সুবিশাল একটি রেলির মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে অঙ্গদান কতটা মহৎ দান,সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এদিনের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন,- সদর হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক – প্রবল কান্তি দে, হাতোয়ারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সব্যসাচী দাস,ডঃ নয়ন মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

আরো পড়ুন:ED:নিয়োগে দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিটে অভিষেকের নাম!তৃণমূলের অফিসেই চলত দুর্নীতির আখড়া