ব্যাপক জলোচ্ছ্বাসে উত্তাল দিঘার (Digha) সমুদ্র! সমুদ্র স্নানে জারি হল নিষেধাজ্ঞা!

নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সমুদ্র! সেই সঙ্গে শুরু হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস! যার জেরে পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল দীঘা মোহনা উপকূল থানার পুলিশ। বুধবার সকাল থেকেই মাইকিং করে পর্যটকদের সতর্ক করে দেওয়া হয় পুলিশের তরফে।

ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকার দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আর তার-ই প্রভাবে পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় ভারী বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার কারণে পর্যটকদের সমুদ্রের স্নানের উপরও নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এদিন উপকূল এলাকায় মাইকে সতর্কতা প্রচার করা হয় দীঘা মোহনা উপকূল থানার পক্ষ থেকে। তবে দিঘার সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে বহু মানুষেরই সমাগম ঘটেছে সমুদ্র সৈকতে।

 

 

আরো পড়ুন:Hilsa Fish:বাজারে ইলিশ পাওয়া গেলেও, উধাও চেনা গন্ধ ও স্বাদ!মুখ ভার ভোজন রসিক বাঙালিদের