করণ জোহর (Karan Johar) পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে টোটা রায়চৌধুরীকে দেখা গিয়েছে আলিয়ার চরিত্রটির বাবার ভূমিকায় অভিনয় করতে। যিনি পেশায় একজন কত্থক শিল্পী, তবে প্রফেশনের কারণে তাকে বারংবার অপমানের মুখে পড়তে হয়েছে। সবার ধারণা কত্থক একটি মেয়েলি নাচ। কিন্তু এরপর তার ক্লাসে যোগ দেন তার হবু জামাই এবং শ্বশুর ও জামাই একসাথে কত্থক নেচে মঞ্চ কাপায় শেষ পর্যন্ত। এই ছবিতে ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে টোটা এবং রণবীরের নাচ মারাত্মক জনপ্রিয় হয়েছে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ বলেছেন, ‘এটি পুরোটাই আমি ব্যক্তিগত ভাবে কী বিশ্বাস করি, তার উপর নির্ভর করছে। যখন ছোট ছিলাম, আমিও তথাকথিত ভাবে খুব মেয়েলি ছিলাম। আমি হিন্দি গানের সঙ্গে নিজের ঘরে নাচতাম।’

করণ (Karan Johar) জানিয়েছেন, তাঁর বাবা যশ জোহর ‘ডফলি ওয়ালে’ গানের সঙ্গে তাঁর নাচ দেখে বাবা প্রশংসাই করেতেন। ‘আমার বাবা আমার নাচ মন দিয়ে দেখতেন। তালি দিয়ে উৎসাহ দিতেন। যখন বাড়িতে আমার বা বাবার বন্ধুরা আসতেন, বাবা বলত, করণ সবাইকে ওই নাচটা করে দেখাও। এই সময়ে কেউই আমায় বলেননি এর মধ্যে ভুল কিছু ছিল। তাই আমিও এর পরে আস্তে আস্তে বড় হই এটা ধরে নিয়েই যে, এর মধ্যে কোনও কিছু ভুল নেই। কিন্তু কলেজে যাওয়ার পরে বুঝতে পারি, আমি যা ভাবছি, তা ঠিক নয়। সকলে আমার এই পছন্দের বিষয়টি দেখে হাসতে পারে।’

শুধু তাই নয়, করণ বলেন প্রতিভার কোনো নারী পুরুষের ভেদাভেদ হতে পারেনা। করণ এর পরে বলেন, ‘যা তা বলা হতে পারে এই নিয়ে। আমি এই কথাগুলো শুনেই বড় হয়েছি। এগুলো আমার মনের মধ্যে গেঁথে আছে। আর তাই বলতে পারি, টোটার চরিত্রটা আমার এই ছোটবেলার স্মৃতি থেকেই বানানো।’ তিনি জানান লিঙ্গ বৈষম্যে তিনি কোনোদিন বিশ্বাস করেননি, আজও করেননা।

আরও পড়ুন: Police:’মুখ্যমন্ত্রী পুলিশ পদক’ পাচ্ছেন ৬ জন আইপিএস

Image source-Google

By Torsha