অবশেষে ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন। এর আগে ২ দিন ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে আইএসএফ বিধায়ককে ভাঙড়ে ঢুকতে বাধা দেয় পুলিশ (Police)। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। সেই মামলা নিষ্পত্তি করে আদালত জানিয়ে দিল, এখন আর ভাঙড়ে ঢুকতে বাধা নেই আইএসএফ বিধায়কের (ISF MLA)।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে বারেবারে। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রক্ত ঝরেছে। গুলি চলেছে, বোমাবাজির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করে।
পঞ্চায়েত নির্বাচন মিটলেও ১৪৪ ধারা বজায় থাকে ভাঙড়ে। তাই নওসাদকে বারবার ভাঙড়ে ঢোকার আগে আটকে দেওয়া হয়েছে। সেই নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন আইএসএফ বিধায়ক। সেইসঙ্গে হাইকোর্টে মামলা করেন।
সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে রাজ্য সরকার আদালতে জানায়, সোমবার থেকেই ভাঙড়ের ১৪৪ ধারা প্রত্যাহার করা হচ্ছে। ফলে নওসাদের মামলার আর কোনও যৌক্তিকতা নেই।
আরো পড়ুন:Suvendu Adhikari:ডেঙ্গুর আঁচে উতপ্ত বিধানসভা, মশারি হাতে বিক্ষোভ গেরুয়া শিবিরের