স্বপ্নকে স্বার্থক করতে চেন্নাইয়ের (Chennai) বেসান্ত নগরের অলিগলি চষে বেড়ালেন সমাজকর্মী কামাক্ষী সুব্রমনিয়ন।
পরাধীন ভারতে সমাজকর্মীদের মধ্যে অন্যতম জ্যোতিষ্ক অ্যানি বেসান্ত। তাঁর নামেই চেন্নাইয়ের এই বেসান্ত নগর।
স্থানীয় বাসিন্দাদের অনেকের কাছেই বছর ৯৪-এর এই ‘আম্মা’ আসলে জলজ্যান্ত ‘অ্যানি বেসান্ত’।
স্বপ্নই তাঁকে এবারের ভোটে প্রার্থী করেছে। সমাজকর্মীর ভরসা কমবয়সি সহকর্মীদের শক্তপোক্ত হাত।
যে বয়সটা বিশ্রামের সময়। সেই বয়সে এসে চেন্নাই (Chennai) পুরভোটে প্রার্থী। ৯৪-এর সুইট গার্লের মুখ থেকে বেরিয়ে এল প্রতিবাদের আগুন।
বললেন, ‘সব দল টাকা নিয়ে উন্নয়নের কাজ করে। আমার ৯৪ বছর বয়স। আমি টাকা নিয়ে কী করব! আমাকে ভোট দিলে সবাইকে সঙ্গে নিয়ে এলাকাটাকে সুন্দর করে তুলব।’
ভোটাররা কিন্তু, মন দিয়েই ১৭৪ নম্বরের প্রার্থীর মুখ থেকে এই সব কথা শুনছেন। বুধবার কামাক্ষী ঘুরলেন উলুর ওলকট কুপ্পাম এলাকায়।
বিভিন্ন দলের নেতা- নেত্রীদের মতো কাড়ি কাড়ি টাকা নেই। তাই ভাড়া করেছেন মাইক। ধরিয়ে দিয়েছেন সঙ্গীর হাতে।
একটা অটোরিকশাও ভাড়া করেছেন। কখনও হেঁটে, কখনও অটোয় চেপে। এভাবেই চলছে, সমাজ বদলের স্বপ্নে বিভোর কামাক্ষী সুব্রমনিয়নের প্রচার।