সৌদিতে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল (TMC) প্রার্থী মোহরউদ্দিন গাজীর বিরুদ্ধে। ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত বৃহস্পতিবার তথা ২৭শে জুলাই ভবানী ভবনে তলব করে চার সরকারি কর্মী-সহ ৭ জনকে জেরার পর এবার তৃণমূল প্রার্থীকে তলব সিআইডির।
প্রসঙ্গত, হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ঠা জুন সৌদি আরবে যান মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রার্থী মোহরউদ্দিন গাজী। সেখান থেকে তিনি কিভাবে মনোনয়ন ফাইল করেছেন, তা নিয়ে মামলায় প্রশ্ন তুলে দায়ের করা হয় মামলা। আদালতে হজ কমিটির রিপোর্ট তুলে ধরা হয়। ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেন মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ, সালোনি ভট্টাচার্যরা। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানান তারা। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মোহরউদ্দিন বলেন, আইন মেনে ২০১৮ সালে পঞ্চায়েত আইনের প্রস্তাবককে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।এখন দেখার, এই ঘটনার জল কতদূর গড়ায়।
আরো পড়ুন:TMC:মনিপুর কান্ডের প্রতিবাদে তৃণমুল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল রাজারহাটের নারায়নপুরে