তৃণমূল (TMC) কাউন্সিলরের স্বামীর দাদাগিরিতে লাঠে উঠল স্কুলের পঠপাঠন। বৃহস্পতিবারের এই ঘটনার জেরে বন্ধ হল বনগাঁর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর বন্দনা দাসের স্বামী অমিতাভ দাস ওই স্কুলেরই শিক্ষক। কিন্তু, তিনি তার স্ত্রী কাউন্সিলর হওয়ার প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে স্কুলের অন্যান্য শিক্ষক–শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ইতিমধ্যেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল শিক্ষিকারা৷ পাশাপাশি অমিতাভ দাস শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানা গিয়েছে পরিবার সূত্রে৷

এমন ঘটনায় অমিতাভ দাসের অপসারণের দাবিও জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা। তবে, এভাবে যদি দিনের পর দিন শাসক দলের নামে স্কুলগুলি পার্টি অফিসে পরিণত হয়, তাহলে পড়াশোনা কোথায় হবে? উত্তর অমিল!

 

আরো পড়ুন:Suvendu Adhikari:রক্ষাকবচ পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী