খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন চিকেন চাউমিন। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

চাউমিন পরিমাণমতো, ২৫০ গ্রাম বোনলেস চিকেন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচানো,

গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, গ্রিন চিলি সস,

রেড চিলি সস, সাদা ভিনেগার, বেকিং সোডা, রান্নার জন্য সাদা তেল।

পদ্ধতি:

চিকেন চাউমিন তৈরির পদ্ধতি জলে সামান্য সাদা তেল আর নুন দিয়ে চাউমিন সেদ্ধ করে নিন।

তারপর চাউমিনের জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে বেশ ঝরঝরে হবে চাউমিন। চিকেন ভালো করে জলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিন।

চিকেনের সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনেগার, বেকিং সোডা মাখিয়ে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। একটু নেড়েচেড়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন।

মাংস বাদামী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন ভালো করে। এতে এক এক করে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচানো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি দিয়ে নাড়তে থাকুন। নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে সব উপকরণ ভেজে নিন ভালো ভাবে।

এবার কড়াইতে সেদ্ধ চাউমিন দিয়ে সবজি ও মাংসের সঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে সয়া সস, ভিনেগার, গ্রিন চিলি সস, রেড চিলি সস দিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাউমিন!

আরও পড়ুন: Rocky aur Rani Kii Prem Kahaani: ট্রেলার প্রকাশ্যে আসতেই বিতর্কিত করণের ছবি, শেষে মুখ খুললেন চূর্ণী গাঙ্গুলি

Image source-Google

By Torsha