শোভাযাত্রার মাধ্যমে মহা সমারোহে বনমহোৎসব পালিত পুরুলিয়ায় (Purulia)!বৃক্ষচ্ছেদন রুখতে কড়া পদক্ষেপ বন দফতরের!

একটি গাছ মানেই একটি প্রাণ!কিন্তু বর্তমানে মরুভূমি হয়ে উঠছে রাজ্য।ঘটা করে বন মহোৎসব পালন করা হলেও,উপযুক্ত রক্ষনাবেক্ষণের অভাবে অকালেই নষ্ট হয়ে যাচ্ছে চারা গাছগুলি।এছাড়াও বন কর্মীদের একাংশের মদতে বৃক্ষচ্ছেদন হচ্ছে জঙ্গলে।আর এইসব কিছু বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে বন দফতর।বুধবার পুরুলিয়া সেই কথা জানান দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিজয় কুমার শালিমঠ।

আজ শোভাযাত্রার মাধ্যমে মহা সমারোহে পুরুলিয়া জেলা বনমহোৎসব পালিত হয়।আর অনুষ্ঠান উপলক্ষে আজ রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে প্রদীপ জ্বালিয়ে সাড়ম্বরে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।

আর এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্য বনপাল বলেন,- চারা গাছগুলি রক্ষণাবেক্ষণ করতে কড়া নজর রাখবে বন দফতর।

মুখ্য বনপাল ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয় মন্ত্রী সন্ধ্যা রানি টুডু, পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি,বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র ছাত্রী ও জনসাধারণের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

এখন এত কিছুর পর,বৃক্ষচ্ছেদন কতটা বন্ধ করা যায়,সেটাই দেখার!

 

 

আরো পড়ুন:Sundarban:সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল!জন সমুদ্রে একুশে জুলাইয়ের বার্তা