রেল ওভারব্রিজের দাবিতে প্রতিবাদ! অবরোধ ব্যারাকপুর (Barrackpore) স্টেশন!ব্যাপক ভোগান্তিতে নিত্য যাত্রীরা!

সূত্রের খবর,২০২০ সালে আমফান ঝড়ের ফলে ব্যারাকপুর রেলস্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতি হয়।অভিযোগ,তারপর রেলের তরফ থেকে ফুট ওভারব্রিজটি নতুন করে বানানোর কথা বলে তা ভেঙে দেয়।দীর্ঘ ৩ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তা এখনও কার্যকরী হয়নি।যার ফলে হয়রানি শিকার প্রতিনিয়ত হতে হয় নিত্যযাত্রীদের।আর যার প্রতিবাদে আজ ব্যারাকপুর ১৪ নম্বর রেল গেটের সামনে রেল অবরোধ শুরু করেন ব্যারাকপুর নাগরিক মঞ্চ।আজ ব্যারাকপুর স্টেশন চত্ত্বরে ঠিক সকাল ৮ টায় জমায়েত হয় তারা।তারপর স্টেশন চত্বর থেকে একটি মিছিল শুরু করে,তুমুল বিক্ষোভ দেখান নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা।

এদিকে সপ্তাহের প্রথম দিনে এই রেল অবরোধের জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।

এই ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের তরফ থেকে জি আর পি গিয়ে তড়িঘড়ি অবরোধকারীদের সাথে কথা বললে,অবরোধ উঠে যায়।

অন্যদিকে অবরোধ তুলে দিলেও,এরপর তারা স্টেশন ম্যানেজার কে এল বিশ্বাসের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।এবং স্টেশন ম্যানেজারকে তাদের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

আরো পড়ুন:21th July:কৃষ্ণপুর মাঝেরপাড়া স্কুল প্রাঙ্গণে পূর্ণিমা নস্করের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন