ফের উত্তাপ বাড়ছে ভাঙড়ে (Bhangar)। ভাঙড় কলেজ মোড়ে বসে পুলিসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল নেতা-সমর্থকরা। এনিয়ে উত্তপ্ত হল এলাকা। কেন এই বিক্ষোভ? শনিবার কাঁটালিয়ায় নিহত তৃণমূল কর্মী বাড়ি যাচ্ছিলেন আরাবুল ইসলাম, সওকত মোল্লা-সহ তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের সেখানে যেতে বাধা দেয় পুলিশ।তার পরেই ভাঙড় কলেজ মোড়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শওকতরা।

জানা গিয়েছে, কাঁঠালিয়ার তৃণমূল বুথ সভাপতি শেখ মোসলেমের বাড়িতে তাঁর মৃতদেহ এসে পৌঁছেছে। সেই খবর পেয়ে তাঁর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন শওকত, আরাবুলরা। শবদেহবাহী গাড়ির পিছন পিছন যাচ্ছিলেন শওকতরা। কিন্তু মাঝপথে তাঁদের আটকে দেয় পুলিশ। শবদেহবাহী গাড়িটি কাঁঠালিয়ার দিকে যেতে দেওয়া হলেও, পিছনে থাকা শওকতদের গাড়িকে বাধা দেয় পুলিশ।

কেন তাঁদের আটকানো হচ্ছে, তা নিয়ে পুলিশকর্মীদের প্রশ্ন করতে থাকেন শওকত মোল্লা।সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ভাঙ্গর চত্বর।

 

আরো পড়ুন:Weather Update: আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা