তৃণমূলের দালাল,চোর বিডিও!এই স্লোগান তুলে তুমুল বিক্ষোভ দেখালো এমপি,বিধায়ক সহ বিজেপি কর্মীরা!ঘটনাটি উত্তর মালদার (Malda)!

এবার মালদা জেলা পরিষদের ৩ নং আসনের দিপালী বলা, ৪ নং আসনে সোনালী টুডু, এবং ৫ নং আসনের তারাশঙ্কর রায় জয়ী হয়েছেন।অভিযোগ,বিজয়ী হওয়া সত্বেও বিজেপি এই প্রার্থীদের দেওয়া হয়নি শংসাপত্র।আর এই অভিযোগকে সামনে রেখে বুধবার সকালে হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

এদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।এরপর পুলিশি তৎপরতায় সেখান থেকে পথ অবরোধ তুলে নেয় তারা।কিন্তু তারপর তারা আবার বুলবুলচন্ডী GSV হাই স্কুল ভোট গণনা কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

অবশ্য এরপর দিপালী বলা এবং তারাশঙ্কর রায়কে শংসাপত্র দেওয়া হয়।তবে সোনালী টুডুকে দেওয়া হয়না শংসাপত্র।কেনো দেওয়া হবে না সোনালী টুডুকে শংসাপত্র,এই অভিযোগকে সামনে রেখে আরো বেশ কিছুক্ষন ধরে চলে বিজেপি কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার!

 

আরো পড়ুন:Rajarhat:রাজারহাটে বিপুল ভোটে জয়ী হলো ফের শাসক শিবির