শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)! যার জেরে রক্তাক্ত হয়েছে গোটা বাংলা! খুনখুনি থেকে শুরু করে বোমাবাজি, ছাপ্পা সবই চলেছে অবাধে।
আর সেই ভোট সন্ত্রাস এবং ভোট লুটের প্রতিবাদেই রবিবার জেলা জাতীয় কংগ্রেসের তরফ থেকে মালদা শহরের রথবাড়ি মোড়ে পথ অবরোধ করতে দেখা গেল কংগ্রেসের নেতা-কর্মীদের।
এদিনের এই অবরোধে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মত্তাকিন আলম, সহ-সভাপতি ইশা খান চৌধুরী-সহ অন্যান্য নেতৃত্বরা।