শনিবার পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) প্রক্রিয়া শুরুর সময় থেকেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকা। ভোট প্রক্রিয়া শুরু হতেই শাসক ও নির্দল গোষ্ঠীর মধ্যে বাড়তে থাকে সংঘর্ষ, যা প্রথমে হাতাহাতি থেকে শুরু করে লাঠালাঠিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এহেন ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান নির্দল প্রার্থী আব্দুল্লাহ।

এরপরই উত্তেজিত জনতা কেন্দ্রে তালা লাগিয়ে দেয়।

এমতাবস্থায় ভোট প্রক্রিয়া শুরুর এক ঘন্টা পর্যন্ত ভোট দান বন্ধ থাকে ঘটনাস্থলে। বাধ্য হয়ে ওই স্থানে পৌঁছায় এক পল্টন সেনাবাহিনী-সহ রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। যার দরুন ফের ভোট প্রক্রিয়া শুরু করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। যদিও এখনও ওই বুথ কেন্দ্রের উত্তেজনা রয়েছে চরমে।

 

আরো পড়ুন:Barasat:ভোটারদের বুথে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ!সড়ক অবরোধ করে বিক্ষোভ আইএসএফের