মালদার (Malda) গাজোলে শৌচালয়ের মধ্যে অবাধে চলছে মধুচক্রের ব্যবসা। হাতেনাতে ধরলেন স্থানীয় বাসিন্দারা। তবে, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এক যুবক ও এক গৃহবধূকে। আর এরপরই ওই এলাকায় যাতে মধুচক্রের আসর না বসে সেদিকে পুলিশকে নজরদারি রাখার জন্য সরব হন তাঁরা। ঘটনাটি গাজোল থানার বিদ্রোহী মোড় এলাকার।
জানা গিয়েছে, বিদ্রোহী মোড় এলাকার অটো ইউনিয়ন সংলগ্ন শৌচালয়ে পড়ে থাকা একটি ঘরে বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা। যার নেপথ্যে উঠে এসেছে পিডাব্লুডি-র এক আধিকারিকের নাম। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দারা আপত্তিকর অবস্থায় এক যুবক ও এক গৃহবধূকে ওই স্থানে দেখতে পান এবং তাদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়ে দাবি জানান, ওই এলাকায় যেন মধুচক্রের আসর না বসে এবং তার জন্য যেন পুলিশকে কড়া নজরদারি চালায়।
পুলিশ সূত্রে খবর, মধুচক্রে ধৃত ওই যুবকের নাম সন্টু বসাক, বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। পাশাপাশি ধৃত গৃহবধূর নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।