প্রথম বিয়ের বিচ্ছেদ না ঘটিয়েই দ্বিতীয় বিবাহ করেন ধর্মেন্দ্র। তাই কোনোদিন নাকি দেওল পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এমনকি এখনো পর্যন্ত দেওলদের কোনো অনুষ্ঠানে দেখা যায়না হেমাকে (Hema Malini)। সম্প্রতি বিয়ে হলো ধর্মেন্দ্রর নাতি সানি দেওলের ছেলে কর্ণ দেওলের। তবে সেখানেও দেখা যায়নি হেমা ও তার মেয়েদের।

ইন্ডাস্ট্রিতে বিবাহিত পুরুষকে বিয়ে করার জন্য দোষী করা হয় হেমাকে। তবে বিয়ের পর থেকেই স্বামীর প্রথম স্ত্রীকে এড়িয়ে চলেন হেমা। তিনি জানান কোনোদিন ধর্মেন্দ্রর অন্য পরিবারের থেকে কিছু চাননি।

দুই পরিবারের সম্পর্ক নিয়ে হেমা (Hema Malini) বলেন, ‘‘ভালোবাসায় শুধুই নিজের থেকে দিতে হয়। আমরা একে অপরকে এতটাই ভালবাসি যে, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কোনও অভিযোগ আমার নেই।’’ এরই সঙ্গে ধর্মেন্দ্র প্রসঙ্গে হেমা বলেন, ‘‘কোনও দিন এই নিয়ে ওকে উত্যক্ত করিনি। আমি ওঁর সমস্যাগুলো বুঝতে পেরেছিলাম বলেই সেই মতো মানিয়ে নিয়েছিলাম।’’

ধর্মেন্দ্রর প্রথম বিয়ে নিয়ে মনের মধ্যে কি কোনও রকম ঈর্ষা কাজ করে কিনা জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, ‘‘কখনই না। আমি আজকে একজন সুখী মানুষ।’’ তিনি আরো বলেন, ‘‘কোনও অভিভাবকই তাঁদের মেয়েকে এ রকম এক বৈবাহিক সম্পর্কে দেখতে চাইবেন না। কিন্তু আমার পক্ষে অন্য কোনও সিদ্ধান্ত নেওয়াও কঠিন ছিল।’’

আরো পড়ুন: Katrina Kaif: প্রিয়াঙ্কার পর এবার ফারহানের ছবি থেকে সরে দাঁড়ালেন ক্যাটরিনা

Image source-Google

By Torsha