জঙ্গলে জ্বালানি কুড়িয়ে আর বাড়ি ফেরা হলো না!বজ্রপাতের ফলে বেঘোরে প্রাণ গেলো দুজনের।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় (Bankura)!

অন্যান্য দিনের মতো সোমবারও বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের এলাকার তড়কাবাইদ গ্রামে চার মহিলা স্থানীয় জঙ্গলে জ্বালানীর কাঠ সংগ্রহ করতে যান।তখন জ্বালানীর কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে হটাতই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়।এরপর প্রত্যেকেই একটি বড় গাছের নিচে আশ্রয় নেন।আর তখনই একটা বিকট শব্দে কেপে ওঠে এলাকা।চার জনেই বজ্রপাতে আহত হন।তড়িঘড়ি চার জনকে উদ্ধার করে।স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।বাকি দুজনের চিকিৎসা চলছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে,মৃতদের মধ্যে একজন ছিলেন ৬০ বছরের চায়না লোহার, ও ৩৮ বছরের মায়া লোহার।এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

 

আরো পড়ুন:TMC:জ্যাংরা হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েতের সুবিশাল পথসভায় নুসরত জাহান