সাফল্যের সামনে বয়স যে কোনও ফ্যাক্টর নয় তা বারে বারে প্রমাণিত! প্রতিনিয়ত বয়স বাড়ছে তাঁর, কিন্তু নিজের কাজে বয়স বাড়াকে গুরুত্ব দিতে নারাজ শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু’নম্বর অঞ্চলের তৃণমূল (TMC) প্রার্থী সন্তোষ ঘোড়া। তাঁর বয়স ৮৫ ছুঁইছুঁই। আর এই বয়সেও বাড়ি বাড়ি ভোট প্রচারে কোনো খামতি রাখতে চাননি তিনি।

১৯৭৮ সালে প্রথম কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজনীতিতে আসেন তিনি এবং ওইবারই প্রথম গ্রাম পঞ্চায়েত ভোটে জয়লাভ করেন তিনি। আর তারপর থেকে কোনোদিনই সন্তোষ বাবুকে হারাতে পারেনি কোন শাসক কিংবা বিরোধী দল। অর্থাৎ বলাই যায়, টানা ৪৫ বছর ধরে তিনি অপরাজেয়! ১৯৮৩ সালে প্রথম অঞ্চল প্রধান হন তিনি, এরপর থেকে কখনো প্রধান, তো কখনো উপ-প্রধান হিসেবে স্থান পেয়েছেন সন্তোষ বাবু।

আর এবার প্রায় ৮৫ বছর বয়সে আবারও তিনি তৃণমূলের প্রার্থী। বাড়ি বাড়ি ভোট প্রচার, নিজের ব্যানার পোস্টার টাঙ্গানো থেকে সব কিছুই নিজেই করছেন সন্তোষ বাবু। এখন দেখার সন্তোষবাবুর রাজনৈতিক বয়স ৫০-এর গণ্ডী পার করতে পারে কী না।

 

আরো পড়ুন:Cricket World Cup 2023: সরকারের কাছে বিশ্বকাপ খেলার অনুমতি চাইল পিসিবি