বাকি ১০ দিন, তারপরই রাজ্যজুড়ে হবে পঞ্চায়েত নির্বাচন। আগামী ৮ জুলাই ভোট হওয়ার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
মনোনয়ন-পর্ব শেষ করেই সবাই প্রচারে মন দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। বিজেপিও (BJP) নানা সভা-সমাবেশ করছে। কিন্তু সেই প্রচারে কোনও হেভিওয়েট নেতা-মন্ত্রী নেই।
তবে পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে তারা একসঙ্গে আসছেন না। তবে তারিখ এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ-বিজেপির (BJP) নেতারা আদালত এবং রাজভবনের উপর বাড়তি নির্ভর করছেন। পঞ্চায়েত নির্বাচনে কেন সব আসনে প্রার্থী দেওয়া যায়নি? তা নিয়ে প্রশ্ন তুলে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় নেতারা।
আবার মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে জনসংযোগ কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত। তাই বঙ্গ-বিজেপির পরিকল্পনা ছিল এই দলীয় কর্মসূচিতে অমিত শাহ এবং জেপি নড্ডাকে নিয়ে সভা করার।
তখনই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে, পরিকল্পনা ভেস্তে যায়।