বিজেপি হিন্দু মুসলিম বিভাজন করে,মাহাতো কুড়মি বিভাজন করে!মমতার জন্যই মহিলা প্রার্থীরা ভোটের ময়দানে!পঞ্চায়েত ভোটের আগে বিজেপি সরকারকে ফের চ্যালেঞ্জ ছুড়লেন ব্রাত্য বসু (Bratya Basu)।
সোমবার বাঁকুড়ার ইন্দাসের বামুনিয়া গ্রামে তৃণমূলের এক নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।সেখানে বিজেপি সরকার নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।
ব্রাত্য বসু এদিন বলেন, রাজ্যে মহিলাদের জন্য কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার এরকম অজস্র প্রকল্প করেছে। কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরা সহ কোনও রাজ্যে এই ধরণের প্রকল্প নেই। এরপরেই বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ভোটের আগে রাজ্যের ৭৫ টি জনমুখী প্রকল্প নিয়ে কেন আপনারা কথা বলেন না, এগুলো ভাল নাকি মন্দ!একইসঙ্গে বিজেপির বিভাজন নীতিকে আক্রমন করেন এদিন শিক্ষামন্ত্রী।এছাড়াও আরও একাধিক বিষয়ে এদিন মন্তব্য করেন ব্রাত্য বসু।
এই সভার পর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি কর্মী সভা করেন এদিন ব্রাত্য বসু।