পঞ্চায়েত ভোটের নমিনেশন প্রক্রিয়া শেষ হতেই, মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে নজরে এল তৃণমূল ভাঙনের ঘটনা। বিদায়ী জেলা পরিষদের সদ্যসা মমতাজ বেগমের কংগ্রেসে যোগদানের পর, এবার যোগদান করলেন তৃনমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক, ব্লক সম্পাদক ও বুথ সভাপতি-সহ হাজারেরও বেশি নেতা-কর্মী।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের মালিওর ২নং গ্রাম পঞ্চায়েতের উত্তর তালসুর গ্রামে কংগ্রেস একটি যোগদান সভার আয়োজন করে। ওই যোগদান সভায় রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মোস্তাক আলমের হাত ধরে জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন ব্লক সভাপতি

মহম্মদ হজরত আলী, ব্লক সম্পাদক পবন পাশওয়ান ও বুথ সভাপতি আব্দুল হান্নান-সহ প্রায় এক হাজারেরও বেশি শাসকদলের নেতা-কর্মী কংগ্রেসে যোগদান করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এমন ঘটনার কারণে পঞ্চায়েত ভোটের আগেই হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি হল। যদিও তা মানতে রাজি নন তৃণমূল কংগ্রেস।

পাশাপাশি বুথ সভাপতি আব্দুল হান্নান বলেন, ‘তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল’।

বলা বাহুল্য, এহেন ঘটনায় শাসক দলে কতটা প্রভাব পড়বে এখন সেটাই দেখার।

 

আরো পড়ুন:PCB: বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে আপত্তি, কড়া বিবৃতি পাক বিদেশমন্ত্রকের