বিক্ষোভ,অবরোধ!মালদায় (Malda) বিক্ষোভ অবরোধে গ্রামবাসীরা!হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়কের ঘোড়াপাড়া ব্রিজ এলাকায় বৃহস্পতিবার ধামসা,মাদল,তীর ধনুক,কলসি,বালতি হাতে নিয়ে বিদ্যুতের দাবিতে তুমুল বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা।অবরোধের জেরে সকাল থেকেই দুর্ভোগের স্বীকার নিত্য যাত্রীরা।খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান হবিবপুর থানার পুলিশ।

এলাকবাসীদের অভিযোগ,অল্প বৃষ্টি হলেই চলে যায় বিদ্যুৎ।দুই তিন দিন পার হয়ে গেলেও আসে না বিদ্যুৎ।ফলে তীব্র পানীয় জলের সংকটে ভুগতে হয় কেন্দুয়া,ছোট আকালপুর,দমদমা এই তিন গ্রামের বাসিন্দাদের।

স্থানীয়দের কথায়,- তীব্র দাবদাহের মাঝে এমন জলের সংকটে জীবন বিপন্ন হয়ে উঠেছে।এর থেকে রেহাই পেতে প্রায় তিন থেকে চার কিলো মিটার দুর থেকে পাণীয় জল নিয়ে আসতে হয় এই তিন গ্রামের বাসিন্দাদের।

কেনো এইভাবে জীবন অতিবাহিত করতে হবে তাদের?রাজ্য জুড়ে যেখানে উন্নয়নের ছড়াছড়ি সেখানে এই বিষয়ে কেনো নজর নেই প্রশাসনের?আর কতদিন এইভাবে দিন কাটাতে হবে তাদের?এই দাবি তুলে বৃহস্পতিবার সকাল থেকে ধামসা,মাদল, তীর,ধনুক,কলসি বালতি হাতে নিয়ে পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা!

 

 

আরো পড়ুন:MS Dhoni: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির জার্সি ধরা ভক্তদের ছবি!