মা আসছেন! আর তাই রথযাত্রার (Rath Yatra) সঙ্গেই পুজোর ঢাকে কাঠি পড়ল,দিন গোনার পালা বাঙালির।
ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই প্রবাদবাক্য মন খারাপ করা। পুজো আসছে আসছে ভাবটাই যেন ভাল । বাঙালির সবথেকে বড় উৎসবের শুরু হয়ে যায় রথের সাথেই। মঙ্গলবার কলকাতা জুড়ে ধুমধাম করে পালন হয়েছে রথযাত্রা।আর এই দিনই খুঁটি পুজোর হাত ধরে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর।প্রতি বছরেই অভিনব থিম দেখা যায় শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয়।আর এবারে তাদের থিম ডিজনিল্যান্ড।বিশ্বে যে কয়টি থিম পার্ক রয়েছে,তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ডিজনিল্যান্ড।এবার সেই ডিজনিল্যান্ডের মজা পাওয়া যাবে কলকাতাতেই।
তবে এবছরের দুর্গাপুজো কবে?সূত্রের খবর,এবছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর অর্থাৎ শনিবার।পুজো শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।পঞ্চমী পড়েছে ১৯ অক্টোবর,অর্থাৎ বৃহস্পতিবার।দুর্গার বোধন ২০ অক্টোবর,এবং সপ্তমী ও অষ্টমী পড়েছে ২১ ও ২২ অক্টোবর অর্থাৎ শনি ও রবিবারে।২৪ অক্টোবর মঙ্গলবার পড়েছে দশমী।