এবার মায়াপুরের ছোঁয়া বাঁকুড়াতেও (Bankura)!প্রথমবার রথযাত্রায় উঠে এলো ইসকনের সৌজন্যে এক টুকরো মায়াপুর!
রথযাত্রা উপলক্ষ্যে আজ সকাল থেকে সেজে উঠেছে বিভিন্ন জেলা।রথের দড়িতে টান দিয়ে চলছে জেলা জুড়ে পরিক্রমা।তেমনি বাঁকুড়াতেও এই দিনটি আজ সাড়ম্বরে পালন হলো।এদিন নির্দিষ্ট সূচী মেনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের উদ্যোগে রথযাত্রার সূচণা হলো।তারপর ‘পাণ্ডু বিজয় উৎসব’ শেষে লালবাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে রথের দড়িতে টান দিয়ে যাত্রার সূচণা করলেন পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়খণ্ড নামহট্টের ভারপ্রাপ্ত জেলা প্রচারক, ইসকন শ্রী মায়াপুর নামহট্টের পক্ষে শ্রীবাস চরণ দাস ব্রহ্মচারী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
জানা গিয়েছে,এবার এখানকার রথ লালবাজার মোড়, ফাস্ট ফিডার রোড, স্টেশন রোড, থানা, তামলিবাঁধ এসপি বাংলো, রবীন্দ্র ভবন,ভৈরবস্থান, কানকাটা, লোকপুর হয়ে রাজগ্রামে ‘মাসির বাড়ি’তে পৌঁছাবে।
আর ইসকনের এই রথযাত্রা ঘিরে সকাল থেকেই শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।প্রচুর মানুষের ঢলে পরিপূর্ন হয়ে ওঠে ইসকনের এই রথ উৎসব।
আরো পড়ুন:Sujit Mondal:সাড়ম্বরে মিলন মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন