পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠ ভাবে করার লক্ষ্যে বাঁকুড়ার (Bankura) বিভিন্ন এলাকায় শুরু পুলিশি রুটমার্চ!
সামনেই পঞ্চায়েত ভোট তার আগেই নমিনেশন জমা দেওয়া কে কেন্দ্র করে দফাই দফাই রাজ্যে জুড়ে চলেছে বিক্ষোভ। তাই পঞ্চায়েত ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তা দেখতে এবার ময়দানে নামল বাঁকুড়ার পুলিশ।
রবিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর, বাঁধেরপাড় গ্ৰামে চলে পুলিশের রুটমার্চ। বিভিন্ন এলাকায় মানুষের কাছে পুলিশ প্রশ্ন করেন কোন সমস্যা হচ্ছে কিনা।কোন রাজনৈতিক দল ভয় দেখাচ্ছে কিনা।যদি কেউ সমস্যা তৈরি করে তাহলে যেন থানায় খবর দেওয়া হয়। পুলিশের প্রশ্নের উত্তরে মানুষেরা জানান কোনো সমস্যা হয়নি। কোনো রাজনৈতিক দল হুমকি দেয়নি।আমরা খুবই ভালো আছি। পুলিশের এই রুটমার্চের পর আশ্বস্ত গ্ৰামবাসীরা।তারা পুলিশের ভূমিকায় খুশি বলে জানান।
এখন একটাই প্রশ্ন পুলিশের এই ভূমিকার পরও কি সুষ্ঠ ভাবে হবে নির্বাচন।যদিও এই উত্তর দেবে সময়!
আরো পড়ুন:Nitin Menon: বিরাট-রোহিতকে নিয়ে বিস্ফোরক অভিযোগ নীতীন মেননের