মুক্তি পেয়েছে আদিপুরুষ (Adipurush)। শুরু থেকেই বিতর্ক। সিনেমা একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। কেউ বলছেন, পরিচালকের রামায়ণ পড়া উচিত্‍ আবার কেউ বলছেন বাল্মীকি মুনির সম্মানে আঘাত লাগাবে এই ছবি। আবার কেউ কেউ VFX দেখে মুগ্ধ।

এই ছবি রিলিজের আগেও বিতর্ক ছিল। কখনও কৃতির পোশাক, আবার কখনও পরিচালকের সঙ্গে তাঁর সক্ষতা নিয়েও ওঠে প্রশ্ন।

সিনেমাহলে নাকি বিশেষ বসার জায়গায় আয়োজন করা হয়েছিল স্বয়ং ভগবান হনুমানের। তবে, আজ যা হয়েছে সিনেমাহলে তাতে বেশ মজা নিয়েছেন অনেকেই।

সিনেমা চলছিল তখন, স্ক্রিনে তখন দেখা যাচ্ছে মহাবলী হনুমানকে। তারপর?

তখনই দর্শকদের নজর পড়ে সিনেমাহলের অপারেটর রুমের দিকে। উঁকি দিচ্ছে একটি হনুমান। শুধু তাই নয়, স্ক্রিনের দিকে তাকিয়েও রয়েছে সে। তাকে দেখেই জয় শ্রী রাম ধ্বনি দিতে শুরু করেন অনেকে।এমন এক অতিথিকে দেখে বেশ আপ্লুত সকলে।

প্রসঙ্গত, প্রভাসের ছবি হলেও আদিপুরুষ (Adipurush) মোটেই ভাল লাগে নি দর্শকদের। রামায়ণ মানুষের আবেগ। তাকে উল্টে পাল্টে রেখে দেওয়া হয়েছে এই ছবিতে। অযাচিত VFX, এবং ভয়ঙ্কর স্ক্রিপ্ট লাইনের কারণেই এই ছবি দেখে বিরক্তি প্রকাশ করেছেন দর্শকরা।

ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন। রাবণ হিসেবে রয়েছেন সইফ আলি খান।