‘টাকা দিলেই পাওয়া যাবে তৃণমূলের টিকিট’, অভিযোগ তুলে দল ছাড়লেন শাসকদল তৃণমূলের প্রধান ও উপপ্রধান।সোমবার দুপুরে মালদার (Malda) মালতীপুরের বিজেপি নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত একটি যোগদান সভায় বিজেপিতে পদার্পণ করেন মালদার মালতীপুর বিধানসভার গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ডলি মণ্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস-সহ পাঁচশো-রও বেশি কর্মী।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মনোনয়নের তৃতীয় দিনে এই যোগদানে যে বিশাল প্রভাব পড়েছে মালতীপুরে তা বুঝতে বাকি নেই কারোরই। কারন এই এলাকা জেলা তৃণমূল সভাপতির গড়। যার জেরে রীতিমত অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল।

যদিও চাঁচল-২ নং ব্লক তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই-এর দাবি, তৃণমূলে স্বচ্ছভাবমূর্তির মানুষদের টিকিট দেওয়া হচ্ছে। তারা টিকিট পাবে না বলেই দল ছেড়েছেন। আর বিজেপি টিকিটের প্রলোভন দেখিয়ে যোগদান করিয়ে ভোটের বাজার গরম করাচ্ছে। তাদের এমন দলত্যাগে তৃণমূলে কোনো প্রভাব পড়বে না। যদিও, ফল ঘোষণার পরই জানা যাবে এমন দলত্যাগে আদৌ কোন প্রভাব পড়ে কিনা!

 

আরো পড়ুন:Bhangar:দুয়ারে পঞ্চায়েত ভোট,ফের বোমা উদ্ধার ভাঙ্গরে