গত কয়েকদিনে লোডশেডিংয়ের সমস্যায় সাধারণ মানুষ। তাঁদের সমস্যার কথা ভেবে সোমবার দুপুরে বিদ্যুত্ ভবনে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশ্ন করলেন কেন এত লোড শেডিং? নিশানা করলেন রাজ্যকে।
গত কিছুদিন ধরে তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। সেই সঙ্গে লাগাতার লোডশেডিং। একে প্রবল গরম, তার মাঝে বারবার বিদ্যুত্ বিভ্রাটে নাজেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছেন।
রাজ্যবাসীর সমস্যার কথা ভেবে সোমবার বিকেলে বিদ্যুত্ ভবনের বন্টন দপ্তরে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল-সহ অন্যান্যরা।
সেখানেই আধিকারিকের সঙ্গে সরাসরি কথা বলেন শুভেন্দু। প্রশ্ন করেন, কেন এত বিদ্যুতের খাটতি? কেন এত লোড শেডিং?
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari)
বলেন, ‘প্রতিদিন বিদ্যুতের ঘাটতি বাড়ছে। আসলে পাওয়ার জেনারেশন বন্ধ রাজ্যে। কয়লা কিনতে পারছে না। এই সরকারের আমলে একটাও নতুন পাওয়ার স্টেশন হয়নি।’