উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী গাইঘাটার ছাত্রী (Prerona) প্রেরণা পাল ভাইরাল হয়েছিলেন। শিক্ষা দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‘এই দুর্নীতিতে ভরা বাংলা আমার রাজ্য নয়।’
তারপর অনেকে যেমন প্রেরণার পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছিলেন, তেমনই তাঁর বিরুদ্ধে আক্রমণও করেছেন।
সেই প্রেরণাকেই এবার ফোন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মাধ্যমে প্রেরণার বাবা তথা গাইঘাটা ইছাপুর হাইস্কুলেরই প্রধান শিক্ষক অশোক পালের নম্বর নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
তার ফোনেই প্রেরণার সঙ্গে কথা বলেন তিনি। উচ্চমাধ্যমিকের এই কৃতী (Prerona) জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে বলেছেন, মেরুদণ্ডটা এইরকমই সোজা রেখো। ভবিষ্যত্ শিক্ষার ব্যাপারে শুভ কামনাও জানিয়েছেন তিনি।
প্রেরণা বলেন, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনি ব্যবস্থার মধ্যে থেকে দুর্নীতিকে পর্যবেক্ষণ করছেন। তিনি যা বলেন বা নির্দেশ দেন সেগুলি এই সমাজব্যবস্থার জন্য মঙ্গলের। ভাবতেই পারছি না এমন একজন মানুষ আমার সঙ্গে কথা বলেছেন।’
প্রেরণার বাবা যে স্কুলের প্রধান শিক্ষক তিনি সেই স্কুল থেকেই উচ্চমাধ্যমিক দিয়েছিলেন। তার মাও স্কুল শিক্ষিকা। বামপন্থী পরিবারের মেয়ে প্রেরণা।
শিক্ষা দুর্নীতি নিয়ে তাঁর ওই মন্তব্যের পর বাবা-মাকে টেনে এনে ট্রোল করা হয়েছিল সামাজিক মাধ্যমে। বিচারপতি অভিজিত্
গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর এই কৃতী বলেছেন, ‘এখন আর কোনও কটূ কথা, সমালোচনা, নোংরা মন্তব্য গায়ে লাগছে না। মনে হচ্ছে, সত্যিটা বললে তো এরকম হবেই।’
কেউ কেউ এই বক্তব্য শুনে বলেছেন, স্কুল পড়ুয়াদের এসব নিয়ে এত কথা বলার কী আছে? আবার কেউ বলেছেন, যাঁরা
পরের বার ভোটে নাম তুলতে চলেছেন, তাঁদের সমাজ সম্পর্কে এটুকু অভিমত থাকবে না?তারই মাঝে প্রেরণাকে ফোন করে প্রেরণা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।