মণীপুর (Manipur) হিংসার এক মাস পর তদন্ত কমিশন গড়ল কেন্দ্র সরকার। মণীপুর ইস্যুতে কেন্দ্রের গড়া তিন সদস্যের কমিশনের প্রধান করা হয়েছে গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অজয় লম্বা-কে।

কমিশনের বাকি দুই সদস্যরা হলেন প্রাক্তন আইএএস অফিসার হিমাংশু শেখর দাস ও প্রাক্তন আইপিএস অফিসার অলোকা প্রভাকর।

সম্প্রতি মণিপুরের ঘটনা সরেজমিনে দেখে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শরণার্থী শিবিরে গিয়ে দেখা করেছিলেন সেখানকার একধিক জনজাতি গোষ্ঠীর মানুষের সঙ্গে।কিন্তু তারপরও যে পরিস্থিতির উন্নতি হয়নি তা রবিবার খোদ অমিত শাহের টুইটেই স্পষ্ট হয়ে গিয়েছে। জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিতে টুইটে রাজ্যের মানুষকে অনুরোধ শাহের।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মণিপুরের জনগণকে ইম্ফল-ডিমাপুর জাতীয় সড়ক-2 থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন।যাতে খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি সংঘর্ষে আক্রান্ত প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে পারে রাজ্য সরকার।

 

আরো পড়ুন:Ashwini Vaishnaw:করমণ্ডলের দুর্ঘটনার কারণ খুঁজে পেয়েছি:রেলমন্ত্রী