দীর্ঘ চার বছর ধরে গাইঘাটার (Gaighata) ডেওপুল এলাকায় ইলেকট্রিকের ভোল্টেজের সমস্যা লেগেই রয়েছে। আর এবার এলাকাবাসীর ধৈর্যের বাধ ভাঙ্গলে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

শুক্রবার দুপুরে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোডের ডেওপুল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। গ্রামবাসীদের দাবি, তিন-চার বছর ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুতের ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। ঠিকমতো বাড়ির ফ্যানও ঘুরছে না। বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে আশ্বাস পাওয়া গেলেও সমস্যার সমাধান হয়নি।

এদিন প্রায় ১ ঘন্টা ধরে চলে রাস্তা অবরোধের কার্যকলাপ। অবরোধকারীদের দাবি, যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ তুলবেন না। যদিও পরবর্তীতে স্বাভাবিক হয় পরিস্থিতি।

 

আরো পড়ুন:Team India New Jersey: প্রকাশ হল ৩ ফরম্যাটে টিম ইন্ডিয়ার নতুন জার্সি