হয়ে যান সতর্ক!জুনে প্রায় অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)!কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?কি জানাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)?
আজ থেকে শুরু হল নতুন এক মাস! প্রতি মাসের শুরুতেই বহু মানুষ ব্যাঙ্কে ছোটেন আর্থিক লেনদেনের জন্য। প্রবীণ নাগরিকরা যেমন পেনশন তুলতে লাইন দেন, তেমনই আবার ইএমআই বা অন্য কোনো লেনদেন সংক্রান্ত কাজে কম-বেশি সকলকেই ব্যাঙ্কে ছুটতে হয়। তবে প্রতিদিন তো আর ব্যাঙ্ক খোলা থাকে না। প্রতি মাসে চারটি রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধই থাকে। এছাড়াও, নানা উৎসবের কারণেও বিভিন্ন দিন ছুটি থাকে ব্যাঙ্ক। আর সেই ছুটির তালিকা প্রত্যেক মাসেই প্রকাশ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে। জানা গিয়েছে, এই মাসেও রথযাত্রা থেকে শুরু করে ইদ-উল-আজ়া থাকার কারণে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন সেই তালিকা….
• ৪ঠা জুন, রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১০ই জুন, মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১১ই জুন, রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১৫ই জুন, রাজা সংক্রান্তি। এই উপলক্ষ্যে ওড়িশা ও মিজোরামের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
• ১৮ই জুন, রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২০শে জুন রথযাত্রা উপলক্ষ্যে ওড়িশা-সহ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৪শে জুন চতুর্থ শনিবার হওয়ায়, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৫শে জুন রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৬শে জুন, খারচি পুজো উপলক্ষ্যে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৮শে জুন ইদ-উল-আজহার উপলক্ষে কেরল, মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৯শে জুন, ইদ-উল-আজহার উপলক্ষে বাকি সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৩০শে জুন, রিমা ইদ-উল-আজহার উপলক্ষে মিজোরাম ও ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরো দেখুন:Ashish Vidyarthi: বিয়ের সিদ্ধান্তে পাশে ছিলনা পরিবার, এমনটাই জানান আশিষ