অবশেষে বদলে গেল স্নাতকের পঠন-পাঠনের ক্ষেত্রে নিয়মাবলী (Education System)।এবার আর তিন বছরে নয়, বরং চার বছরে স্নাতক হবেন পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া নিয়ম চালু হতে চলেছে রাজ্যে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের আপত্তি থাকলেও, রাজ্যের পড়ুয়ারা যাতে কোনো অংশে পিছিয়ে না পড়েন, সে কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হল বলে খবর।

বুধবার শিক্ষা দফতরের তরফ থেকে এই নিয়মের কথা জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, তিন বছরের বদলে চার বছর ধরে চলবে স্নাতকের পাঠ। চার বছর পর পড়ুয়ারা সরাসরি গবেষণায় অংশ নিতে পারবেন। শিক্ষা দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব কলেজে এই একই নীতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। অর্থাৎ, এ বছর যে সব পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তাঁরা এই নয়া নীতির আওতায় পড়বে। জাতীয় শিক্ষানীতিতেও এই চার বছরের স্নাতক কোর্সের কথা উল্লেখ রয়েছে। এক্ষেত্রে সেই একই পদ্ধতি চালু করা হলেও, শিক্ষানীতি নিয়ে কেন আপত্তি, সেই প্রশ্নও সামনে আসছে।

তবে কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তির যে প্রক্রিয়া চালু করার কথা ছিল, তা আপাতত করা হচ্ছে না। প্রতিটি কলেজে আলাদাভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়াই চালু থাকবে। অর্থাৎ, পুরনো নিয়মেই ভর্তি হতে পারবে পড়ুয়ারা।

 

আরো পড়ুন:Udayan Guha: বঙ্গ রাজনীতিতে ফের ‘কুকথা’, বিতর্কের মুখে তৃণমূল নেতা