রোগীর আত্মীয়কে মোবাইল ছুড়ে মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে!হাসপাতাল চত্বরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিবার!চাঞ্চল্য মালদায় (Malda)!
স্থানীয় সূত্রে খবর,মঙ্গলবার রাত্রে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মশালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে, ভালুকা অঞ্চলের লতাশি গ্রামের বাসিন্দা তাজিম উদ্দিন,তার আত্মীয়াকে নিয়ে এসেছিলেন ওই হাসপাতালে চিকিৎসা করাতে।এর জন্য তিনি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়েছিলেন চাঁচল থেকে।অভিযোগ,সেই পরীক্ষা-নিরীক্ষার কাগজ সে সময় এই হাসপাতালের চিকিৎসক ডক্টর আই ফারহানা ইয়াসমিনকে দেখাতে গেলে তিনি ওই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেন।এবং তার মুখের উপর মোবাইল ছুড়ে মারেন।
এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার পরিজনেরা।উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
এদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।এরপরই পুলিশী তৎপরতায় গভীর রাত্রে ঘন্টা চারেক বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরো পড়ুন:Jhalda:জল শক্তি মন্ত্রালয়ের উদ্যোগে ঝালদা ২ ব্লকের মুরগুমা জলাধারে জন-সংযোগ কর্মসূচির আয়োজন