৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস!তার প্রস্তূতি হিসেবে মঙ্গলবার জল শক্তি মন্ত্রালয়ের উদ্যোগে ঝালদা (Jhalda) ২ ব্লকের মুরগুমা জলাধারে জন-সংযোগ কর্মসূচি আয়োজন করা হয়।

মূলত,পরিবেশ সুরক্ষার মাধ্যমে জীবনশৈলীতে পরিবর্তন ও ভৌম জল সংরক্ষণ বিষয় ছিল এই কর্মসূচির এদিন মুল উদ্দেশ্য।

ঠিক সকাল ৮ টার সময় এই জন সংযোগ কর্মসূচি শুরু হয় এদিন।যা শেষ হয় দুপুর ২টা নাগাদ।

এদিনের অনুষ্ঠানে মুরগুমা এমএসকে,চাতমবাড়ি হাই স্কুল ও বেগুনকোদর হাই স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ছবি আকা সহ আরো নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

একইসঙ্গে ছৌ-নাচের মাধ্যমে পড়ুয়ারা এদিন জল অপচয় না করে,কিভাবে জল সংরক্ষণ করা যায়,সেই বিষয়টিও উপস্থাপনা করেন সকলের সামনে।

আসলে গ্রাম অঞ্চলে বর্তমানে তীব্র জল সংকটে ভুগছে গ্রামবাসীরা।বিশেষ করে ঝালদাবাসীরা এই সংকটে বেশি ভুক্তভুগী।তাই তারা এই সংকট কিভাবে রক্ষা পেতে পারে,এদিন সেই বিষয়টি বেশি করে উপস্থাপন করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।

এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সাইন্টিস্ট ‘ডি’ সুজিত সরকার,জলশক্তি মন্ত্রকের অধীনের এ.এন চৌধুরী।এছাড়াও ছিলেন,বেগুনকোদর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান জগদীশ মাহালি সহ এলাকার বিশিষ্টজনেরা।

সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।

 

আরো পড়ুন:BJP:বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা!ভাঙচুর চেয়ার-টেবিল সহ একাধিক জিনিস!