প্রকাশ্য দিবালোকে ফুলাহার নদীর মাটি কেটে পাচার করছিল বেশ কিছু মাটি মাফিয়া। গোপন সূত্রে খবর পেয়ে মহকুমা শাসকের নির্দেশে শনিবার মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রামায়ণপুর এলাকার ফুলাহার নদীতে অবৈধ মাটি কাটাই ৭টি ট্র্যাক্টর-সহ দু’জনকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
উল্লেখ্য, মালদায় প্রতি বছরের সমস্যা নদী ভাঙ্গন। বর্ষাকালে ভাঙ্গনের তীব্রতা বাড়ায় নদীগর্ভে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি, বাড়ি, বাগান সব কিছুই। জেলার প্রধান তিনটি নদীর মধ্যে গঙ্গা এবং ফুলাহার নদী দু’টির ভাঙন প্রতি বছর সর্বস্বান্ত করে বহু মানুষকে। আর সেই ফুলাহার নদী থেকে বে-আইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগ উঠল মাফিয়াদের বিরুদ্ধে। এভাবে মাটি কাটা হলে বর্ষাকালে ভয়াবহ ভাঙ্গন দেখা দেবে বলেই আশঙ্কা ফুলহার নদীর ধারের বাসিন্দাদের।
এহেন ঘটনায় বিজেপির অভিযোগ, শাসকের মদতেই চলছে মাটি পাচারের কাজ।
অন্যদিকে, তৃণমূলের তরফে বলা হয়েছে, বেআইনি কাজ হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
প্রকাশ্য দিবালোকে এভাবে মাটিকাটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে জোরদার ঝামেলা। তবে, এসবের মাঝেও নদী পাড়ের বাসিন্দাদের আদৌ কোনো সুরাহা মেলে কিনা, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।
আরো পড়ুন:CPIM:পঞ্চায়েত ভোটে তৃনমূলকে ধরাশায়ী করার হুংকার বাম নেতা সেখ খলিলের