সৃজিত মুখোপাধ্যায়ের “এক্স ইকুয়ালস্ টু প্রেম’’ ছবির মাধ্যমেই টলিউডে অভিষেক ঘটে শ্রুতি দাসের (Shruti Das)। শোনা যাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘বাদামী হায়নার কবলে’ ছবিতে অভিনয় করবেন। যদিও প্রযোজনা সংস্থার তরফ থেকে শ্রুতির নাম ঘোষণা করা হয়নি। তবে ছবির মহরতে প্রায়ই দেখা মিলছে অভিনেত্রীর।
এই ছবিতেই স্বপনকুমার সৃষ্ট গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। গল্পে শ্রুতির (Shruti Das) চরিত্র কেমন জিজ্ঞেস করতেই তিনি হেসে বললেন, ‘‘এখন এই প্রসঙ্গে কিছু বলা নিষেধ। তবে আমি বরাবরই পাল্প ফিকশনের ভক্ত। এ রকম একটা চরিত্রের সন্ধানে ছিলাম।’’
আর কিছুদিন পর থেকেই শুরু হবে ছবির শুটিং। তার আগেই লাস্ট টাইম প্রিপারেশন নিয়ে নিতে চান অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘দেবালয়দার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বেশ কয়েক বার বসেছি। এই ঘরানার কোনও বিষয়বস্তু নিয়ে ছবি করাটা খুব কঠিন। আমি আপ্রাণ চেষ্টা করব।’’
টলিউডে পা রেখেছেন সবেমাত্র। এর মধ্যেই আপন কোনো বন্ধু পেলেন কি ইন্ডাস্ট্রি থেকে? জিজ্ঞেস করতেই শ্রুতি বলেন, ‘‘আমি ভাগ্যবান। সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকের ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। ছবিতে জয়ী চরিত্রটিকে এখনও দর্শক মনে রেখেছেন। সেরা ডেবিউ অভিনেত্রীর হিসাবে একাধিক পুরস্কার পেয়েছি। একজন নতুন অভিনেত্রী হিসাবে এইগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করেছে।’’
আরো পড়ুন: Purulia:প্রত্যাশিত ফল না হওয়ায় আত্মঘাতী পুরুলিয়ার ঐশিকি
Image source-Google