রাজ্য সরকারি কর্মচারীদের (DA) ডিএ নিয়ে নয়া শর্ত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘তিন শতাংশ ডিএ তো দিয়েছি। যান না কেন্দ্রের থেকে
রাজ্যের বকেয়া টাকা উদ্ধার করে আনুন। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা রাজ্যের বকেয়া পাওনা রয়েছে। ওই টাকা নিয়ে এলে আরও ৩ শতাংশ ডিএ বাড়িয়ে দেব।’
ডিএ বাড়ানোর দাবিতে মুখ্যত আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ । মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বোঝাতে চেয়েছেন, আসলে রাজনৈতিক কারণে বামেরা
অস্থিরতা তৈরি করতে চাইছে। তিনি এও বলেন, যারা ওই ডিএ আন্দোলনে বসেছেন, তাদের কারণেই ৩৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় মামলাকারীদের অন্যতম আইনজীবী হলেন, সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী সম্ভবত সেই কারণেই এদিন বলেছেন, ওদের জন্য ৩৬ হাজার লোকের চাকরি গেছে।
মুখ্যমন্ত্রী এদিনও জানিয়েছেন যে ৩ শতাংশের বেশি ডিএ (DA) দেওয়া বর্তমান আর্থিক পরিস্থিতিতে সম্ভব নয়।
তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের চাকরির শর্ত একরকম, রাজ্যে অন্যরকম। কারও যদি মনে হয় এখানে কম বেতন পাচ্ছেন, তা হলে যান না কেন্দ্রীয় সরকারের চাকরি খুঁজে নিন।
মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলার এখনও কোনো নিষ্পত্তি হয়নি। আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাম জমানায় ডিএ দেওয়ার কি ছিরি ছিল সকলেই জানেন। বর্তমান সরকার ১২৬ শতাংশ ডিএ দিয়েছে।
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কোনও সরকারি কর্মচারী সপ্তাহে দু-তিন দিন অফিসে না গিয়ে মিছিল করেন, তা হলে মানুষ পরিষেবা পাবে কী করে? কেন সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না। মমতার কথায়, মিছিল করতে হলে অফিস টাইমের বাইরে করুন।”