আমচকাই ভেঙে পড়ল (Bikash Bhavan) বিকাশ ভবনের একাংশ! চাঙড়ের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। ক্ষতিগ্রস্ত সরকারি আধিকারিকের গাড়িও। আতঙ্কিত কর্মীরা।
নবান্নে বসেন মুখ্যমন্ত্রী, আর বিকাশভবনে শিক্ষামন্ত্রী, সচিব-সহ দফতরের পদস্থ আধিকারিকরা।
এই বিকাশ ভবন থেকেই শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ হয়। ফলে বিভিন্ন প্রয়োজনে দিনভর বহু মানুষের আনাগোনা লেগেই থাকে।
ঘড়িতে তখন সাড়ে তিনটে। বিকাশ ভবনে কাজে ব্যস্ত ছিলেন সরকারি আধিকারিক ও কর্মীরা। ভিতরে ভিড় ছিল সাধারণ মানুষের।
জানা যাচ্ছে, বিকাশ ভবন (Bikash Bhavan) থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন সোনারপুরের বাসিন্দা অভিজিত্ ঘোষদস্তিদার। চাঙড়টি তাঁর মাথায় উপরে পড়ে! গুরুতর আহত হন তিনি।
প্রাথমিক চিকিত্সার পর, তাঁকে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। ক্ষতি হয়েছে অগ্নি নির্বাপন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ আগারওয়ালে গাড়িটির। যে এলাকায় চাঙড় ভেঙে পড়েছে, সেই এলাকাটি আপাতত ঘিরে রেখেছে পুলিস।
উল্লেখ্য, এবছরের জানুয়ারিতে যান সিবিআই আধিকারিকরা। খবর অনুযায়ী, ছ তলায় গিয়ে রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈন-সহ বেশ কয়েকজন আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। সংগ্রহ করেন ডিজিটাল নথিও।