কেরলের (Kerala) মালাপ্পুরম জেলায় হাউসবোট অর্থাত্‍ পর্যটকদের নৌকাডুবির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কেরল সরকার।

পাশাপাশি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা কথা ঘোষণা করেছে কেরল সরকার। কেরলের মালাপ্পুরম জেলায় তনুরের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র অট্টুমব্রাম থুভাল থিরাম।

রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে পর্যটকবোঝাই নৌকা হঠাত্‍ উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের ও ৫ জন সাঁতরে প্রাণ বাঁচান এবং ১০ জন হাসপাতালে চিকিত্‍সাধীন।

আহতদের দেখতে সোমবার সকালে কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মালাপ্পুরম জেলার তিরুরাঙ্গাদির তালুক হাসপাতালে যান। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি।

কেরলের মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকা দুর্ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। মৃত ব্যক্তির উপর নির্ভরশীলদের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিত্‍সার খরচ সরকার বহন করবে। পুলিশের একটি বিশেষ দলও ঘটনার তদন্ত করবে।