আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে হারিয়ে সোনা জয় করল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পাঁচ প্রতিযোগী।পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় তাঁদের এমন সাফল্যে খুশি গোটা জেলার বাসিন্দারা।

পূর্ব মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী হলেন ভগবানপুরের তৃতীয় শ্রেণির ছাত্র অমিত মাইতি, অষ্টম শ্রেণির ছাত্র মৌসুমী গিরি, দশম শ্রেণির পড়ুয়া সুপ্রকাশ আচার্য্য, অর্পিতা দাস ও পল্লবী ভুঁইয়া।

সূত্র মারফত খবর,গত ৩০ শে এপ্রিল ওএটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।যেখানে অংশগ্রহণ করে ভারত সহ নেপাল,ভুটান,বাংলাদেশ,মায়ানমার ও শ্রীলঙ্কার প্রতিযোগীরা।আন্তর্জাতিক স্তরের এই ক্যারাটে প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষে সোনা জয় করে পূর্ব মেদিনীপুরের এই পাঁচ প্রতিযোগী।

এদিন পূর্ব মেদিনীপুরের বিনা মূল্যে ক্যারাটে প্রশিক্ষণ সংস্থা ’দ্যা আরসিএম স্বপনিল’ তরফ থেকে সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকার সফল প্রতিযোগিদের পুস্প স্তবক ও মিষ্টি মুখ করে সংবর্ধনা প্রদান করা হয়।সাথে ভবিষ্যতে তাদের জীবনের অগ্রগতি কামনা করেন সকলে।

 

আরো পড়ুন:IPL 2023: লিটন দাসের বদলে দু বারের বিশ্বজয়ীকে দলে নিল কেকেআর