সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন অরিজিত্ সিং
(Arijit Singh)। এবার তার নিজের খরচে জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করতে চলেছেন তিনি। হাসপাতাল তৈরিতে তাকে সাহায্য করবেন প্রশাসন।
নিজের গ্রামের মানুষের জন্য বরাবরই ভাবেন গায়ক। ভীষণ সাদামাটা জীবন-যাপনও।
জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করতে চান অরিজিত্। আর এই হাসপাতাল তৈরিতে সাহায্য করার জন্য মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গায়কের (Arijit Singh) হাসপাতাল তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও সহায়তা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়,’অরিজিত্ জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে তো সবচেয়ে খুশি হবেন খলিলুর। আমি খালিলুরকে বলব অরিজিত্কে সাহায্য করতে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিপুরে সরকার একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করছে। অরিজিত্ হাসপাতাল তৈরি করলে মানুষের সুবিধাই হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘অরিজিত্ গ্রামকে ভালবাসে। ও জিয়াগঞ্জে থাকে। প্রশাসনকে বলছি ওকে সমস্ত রকম সাহায্য করবে।’
উল্লেখ্য, নিজের স্কুলের মাঠ সংস্কার থেকে, হাসপাতাল- গ্রামের প্রতি অরিজিতের টানই আলাদা। এবার হাসপাতাল গড়ে মানুষের পাশে দাঁড়াতে চায় সে।