জমি বিতর্ক, মামলা, বিক্ষোভ, অবস্থান প্রভৃতির মাঝেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) কর্মসচিব বদল।

জানা গেছে, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত অসুস্থ । সেই কারণে তাঁর জায়গায় বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহাকে ভারপ্রাপ্ত কর্মসচিব পদে বসানো হয়েছে ।

প্রসঙ্গত, দীর্ঘ ছাত্র আন্দোলন, রাতভর ঘেরাওয়ের জেরে উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী সঙ্গে বচসা হয়েছিল কর্মসচিবের । এই কারণে ২০২২ সালের ১৫ মার্চ আশিস আগরওয়াল কর্মসচিব পদ থেকে ইস্তফা দেন । তারপর থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন সম্পত্তি বিভাগের আধিকারিক অশোক মাহাত ।

বর্তমানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিতর্ক তুঙ্গে ।৬ মে সময়সীমা নির্ধারণ করে জমি খালি করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষের তরফে জমি সংক্রান্ত যাবতীয় কাজে ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে শুরু করে মহকুমা শাসকের দফতরে যাওয়া – সমস্ত কাজই করতেন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত ।

অশোক মাহাতর জায়গায় ভারপ্রাপ্ত কর্মসচিব পদে বসানো হয়েছে মানবেন্দ্রনাথ সাহাকে । তিনি বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক । বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, কর্মসচিব পদে স্থায়ী কারও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই এই পদ সামলাবেন ।