বিজেপির (BJP) বুথ সভাপতিকে অপহরণ করে খুনের ঘটনায় ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়না।দোষীদের গ্রেফতার করে,কঠোরতম শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ ও পথ অবরোধ বিজেপির।

স্থানীয় বিজেপি নেতাদের দাবি, সোমবার বিকেলে স্ত্রী ও পুত্রকে নিয়ে বাড়ির কিছু জিনিস কিনতে যাচ্ছিলেন বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত এক দল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালান। গ্রামবাসীরা তাঁদের চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা বিজয় কৃষ্ণকে তুলে নিয়ে চলে যান বলে অভিযোগ। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করেন। যদিও বহু ক্ষণ তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে রাতের দিকে বিজয় কৃষ্ণের দেহ তমলুক হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।

গোটা ঘটনার প্রতিবাদে সোমবার রাতভর বিজেপির নেতা-কর্মীরা ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান।

সোমবারের পাশাপাশি মঙ্গলবারও বিজেপি নেতাদের বিক্ষোভ অব্যাহত।এদিন ময়না- তমলুক রাজ্য সড়ক অবরোধ করে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা অন্যান্য বিজেপি কর্মীদের সাথে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দল।এখন এই পুরো ঘটনা কোন দিকে মোড় নেই সেটাই দেখার।

 

আরো পড়ুন:Malda:তীব্র জল সংকটে কিসমত বড়োল গ্ৰামের বাসিন্দারা