‘কাটমানি’ দেওয়া নিয়ে অভিনেতা তথা সাংসদ দেব অধিকারীর (Dev Adhikari) বিরুদ্ধে ঘাটাল শহর জুড়ে বিজেপির পোস্টার।সাথে দাবি তুললেন দেবের পদত্যাগেরও।
ঘরের ছেলে সাংসদ থাকা সত্ত্বেও কেন টাকা নেওয়া হল? দীপক অধিকারী জবাব দাও।সোমবার এমনই একাধিক লেখা সম্বলিত পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহর জুড়ে।
এদিন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট নিজের হাতে দেয়াল লিখন করেন সাংসদ দীপক অধিকারীর পদত্যাগের দাবি তোলেন।
পাশাপাশি সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে তিনি বলেন,-সাংসদ দেব গোরু পাচারের টাকা নিয়েছে। শুধু তাই নয়,ঘাটাল লোকসভার সমস্ত ব্লকে তার এজেন্ট ছাড়া আছে।এম পি কোটার টাকা থেকে ৩০ শতাংশ টাকা কমিশন নিয়ে সিনেমায় কাজে লাগাচ্ছে।এমনকি তার ভাইয়ের কাছেও আবাস যোজনার টাকা কাটমানি নেওয়া হয়েছে।কেশপুরের বিধায়ক শিউলি সাহাও একই রাস্তায় হাঁটছে।তৃণমূল একটা রাজনৈতিক দল নয়,এটা একটা চোরের দল বলেও কটাক্ষ করেন তিনি।
এদিকে এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা।বিজেপির এই ধরনের কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক মাইতি।তিনি বলেন,-বিজেপির কোন কাজ নেই তাই এ ধরনের উল্টোপাল্টা করে যাচ্ছে।সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে,ভোট হলে বুঝতে পারবেন।
আরো পড়ুন:Modi : উত্তেজনার বশে মোদীর দিকে ফোন ছুঁড়লেন বিজেপি মহিলা কর্মী