রবিবার তা ১০০তম পর্বে পা রাখল মন কি বাত। এদিন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও শোনা গেছে ‘মন কি বাতমন কি বাত‘(Maan Ki Baat)।
ভারতের মাটিতে প্রায় সব রেডিও স্টেশন ও টিভি চ্যানেলে সেই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে, সেই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘেও দেখানো হয়েছে।
ভারতের বাইরে আর কোনও দেশের কোনও রাষ্ট্রপ্রধান এতদিন ধরে টানা জাতির উদ্দেশ্যে এই ধরনের কোনও অনুষ্ঠান করে দেখাতে পারেননি।
এই সাফল্যের মাঝে গেরুয়া শিবিরকে অস্বস্তির মুখে ফেলে দিয়েছে সমীক্ষা। সেই সমীক্ষার রিপোর্ট বলছে গত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার নিয়ম করে ‘মন কী বাত’ অনুষ্ঠান করলেও তা আজ অবধি শোনেননি, দেখেননি দেশের ৬৩ শতাংশ মানুষ।
Center for the Studies of Developing Societies সংস্থা সমীক্ষা চালিয়েছে গোটা দেশে। সেই সমীক্ষায় ধরা পড়েছে দেশের প্রায় ৯০ কোটি মানুষ বা দেশের জনসংখ্যার
৬৩ শতাংশ মানুষ কোনওদিন প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ অনুষ্ঠান না শুনেছেন না দেখেছেন। দেশের মাত্র ২৫ শতাংশ মানুষ এই অনুষ্ঠান মাঝেমধ্যে শুনেছেন বা দেখেছেন।
যেহেতু এই অনুষ্ঠান হিন্দিতে হয় তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এই অনুষ্ঠান শোনার বা দেখার কোনও আগ্রহই নেই।
এমনকি বিজেপি শাসিত কর্ণাটকেও ছবিটা একই। উত্তর ও মধ্য ভারতেরও ৬২ শতাংশ মানুষ কোনওদিন ‘মন কি বাত’ (Maan Ki Baat) অনুষ্ঠান না শুনেছেন না দেখেছেন।
স্বভাবতই, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দ্রুত পায়ের নীচে মাটি হারাচ্ছেন মোদি। এদিনের ১০০তম ‘মন কী বাত’ অনুষ্ঠানকে ঘিরে গত এক দেড় সপ্তাহ জুড়ে হাইভোল্টেজ প্রচার চালিয়েছে গেরুয়া শিবিরে।
নিত্যদিনই মোদী সরকার আমজনতার ওপর একের পর এক যে বোঝা চাপিয়ে চলেছেন। তাই তাঁর ‘মন কি বাত’ শোনার আর কোনও আগ্রহ নেই দেশবাসীর।