২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মেয়ের নাম রাখেন মালতী মেরি জোনাস। তবে সারোগেসির মাধ্যমে মা হলেও তাকে কম কষ্ট করতে হয়নি। সম্প্রতি সেই নিয়েই মুখ খোলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা (Priyanka Chopra) বলেন, ‘যখন আমার বয়স ৩০, সেসময়ই আমি ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় কোয়ান্টিকোর শ্যুটিং করছিলাম।

এটা ভীষণই কষ্টকর একটা পদ্ধতি, এক মাসের বেশি সময় ধরে ইনজেকশন নিতে হয়েছে।

যেকারণে হরমোনের উত্থান-পতন হয়েছে। পাগল পাগল লাগত। ওজন বেড়ে যায়। তার সঙ্গে এটা ব্যয়বহুলও বটে। যে জন্য সঞ্চয় প্রয়োজন।

বিষয়টা মোটেও সহজ নয়, তার উপর আমি যখন কর্মজীবী মহিলা।’

প্রিয়াঙ্কা বলেন, ‘বিশেষ করে যাঁরা সিঙ্গল মহিলা, বাচ্চা নেবেন কিনা নিশ্চিত নন, তাঁদের জন্য এই প্রক্রিয়াটা ঠিক আছে।

আমি বুঝেছিলাম ৩০-এর পর মা হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

চেয়েছিলাম, আমি চলে যাওয়ার পরও যেন আমার কোনও অংশ পৃথিবীতে থাকে।’

প্রিয়াঙ্কা জানান, ‘এবিষয়ে আমি মা মধু চোপড়ার পরামর্শ নিয়েছিলাম, কারণ উনি একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ।

উনিই আমাকে ডিম্বাণু সংরক্ষণের কথা বলেন, কারণ তখন ভেবেছিলাম, যখন আমি বিয়ে করব, যাকেই বিয়ে করব, সন্তানের মা হতে পারব কিনা নিশ্চিত নই।

তাই এই সিদ্ধান্ত নি। আমি সন্তান চেয়েছিলাম, ইশ্বর আমার শরীরে এই ক্ষমতা দিয়েছেন।’

প্রিয়াঙ্কা জানান তিনি ভীষণ বাচ্চা ভালোবাসেন এবং অন্যদিকে উচ্চাকাঙ্খী।

যখন তিনি একথা ভেবেছেন তখন কাউকে পাননি যার সাথে তিনি সারা জীবন কাটাতে পারেন।

এরপর তিনি নিক জোনাসকে ৩৫ বছর বয়সে বিয়ে করেন।

আরো পড়ুন: TMC:কীর্তিপুর ১ নম্বর এবং ২ নং অঞ্চলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ মিছিল

Image source-Google

By Torsha